প্রথমবারের মতো গানে কণ্ঠ দিলেন আলোচিত মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। ঈদ উপলক্ষে 'উড়ে যাই' গান গানচিল মিউজিক'র ব্যানারে প্রকাশ হয়েছে।
বিজ্ঞাপন
এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বামি। তৌফিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অদিত। শিগগিরই মিউজিক ভিডিও তৈরি করা হবে।
শাহতাজ জানালেন, প্রথম কোনো গানে কণ্ঠ দিলেন। সাড়া পেলে ভবিষ্যতে আবারো গাইবেন কিনা তা ভেবে দেখবেন।
বিজ্ঞাপন
একটি মোবাইল সেবাদাতা কোম্পানির মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু তার। কাজ করেছেন চিনিগুঁড়া প্রেম, আনলিমিটেড মাস্তি, ফটোগ্রাফ নাটকে। তবে 'শুধু তোমার জন্য' গানের মিউজিক ভিডিওতে অভিনয় ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।
এইচএম